মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

মাদুরোকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি: ভেনেজুয়েলাকে সমর্থন দিচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:৫০ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ভেনেজুয়েলার রাজনৈতিক ও জ্বালানি সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২২ ডিসেম্বর) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়াটাই এখন তাঁর জন্য সবচেয়ে ‘বুদ্ধিমানের কাজ’ হবে। এমন এক সময় এই হুঁশিয়ারি এল, যখন কারাকাসের ওপর ওয়াশিংটনের চাপ বহুগুণ বেড়েছে।

 

 

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের জানান, মাদুরো যদি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে কোনো ‘শক্ত চাল’ চালতে চান, তবে সেটিই হবে তাঁর রাজনৈতিক জীবনের ‘শেষ ভুল’। ট্রাম্প দাবি করেন, মাদুরো সরকার মাদক পাচার, মানব পাচার এবং সন্ত্রাসবাদে জ্বালানি বিক্রির অর্থ ব্যয় করছে। এছাড়া ভেনেজুয়েলা আগে মার্কিন তেল কোম্পানিগুলোর যেসব সম্পদ জাতীয়করণ করেছে, সেগুলো ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি।

 

 

ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল খাতের ওপর নিয়ন্ত্রণ নিতে ইতিমধ্যে সাগরে বড় ধরনের অভিযান শুরু করেছে। ৩টি ট্যাংকার জব্দ: মার্কিন কোস্টগার্ড গত কয়েক দিনে ভেনেজুয়েলার ৩টি তেল ট্যাংকার ধাওয়া করে জব্দ করেছে, যেগুলোতে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল রয়েছে। তেল ফেরত দেওয়া হবে না: ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, জব্দ করা জাহাজ ও তেল আর ফেরত দেওয়া হবে না। এগুলো যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত মজুদে’ যোগ করা হতে পারে অথবা বিক্রি করে দেওয়া হতে পারে। জলদস্যুতার অভিযোগ: মাদুরো সরকার এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ ও ‘ছিনতাই’ বলে আখ্যা দিয়েছে।

 

 

ট্রাম্পের এমন আগ্রাসী অবস্থানের মুখে মাদুরো সরকারের পাশে দাঁড়িয়েছে বিশ্বশক্তির দুই পরাশক্তি। রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভেনেজুয়েলার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই নৌ-অভিযানকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। চীন: বেইজিং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। চীন ও রাশিয়া—উভয় দেশই এই ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার পক্ষে সমর্থন দিয়েছে।

 

 

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক চিঠিতে জাতিসংঘকে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের এই অবরোধ কেবল ভেনেজুয়েলাই নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি করবে। এদিকে মাদুরো পালটা ভাষণে ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে না ভেবে নিজের দেশের সামাজিক সমস্যার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে।