মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

বাবুবাজারের ১৪ তলা ভবনে আগুন: ১৭ জনকে জীবিত উদ্ধার

সুমন হোসেন

প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার ব্রিজ সংলগ্ন হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ভোর ৬টা ৪০ মিনিটে তারা আগুনের সংবাদ পান। এর মাত্র ৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে একে একে যুক্ত হয় ৯টি ইউনিট। সদরঘাট ফায়ার স্টেশন: ২টি ইউনিট। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন: ৫টি ইউনিট। সূত্রাপুর ফায়ার স্টেশন: ২টি ইউনিট

 

প্রায় ৪০ মিনিটের অক্লান্ত পরিশ্রমে সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

 

 

ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটি বাণিজ্যিক হলেও ওপরের তলাগুলো আবাসিক হিসেবে ব্যবহৃত হয়। আগুনের পর ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার কর্মীরা ভবনের বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

সংশ্লিষ্ট ভবনটিতে ব্যাগ তৈরির কারখানা ও গুদাম রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনে ভেতরে থাকা মালামাল পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত করা হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব নিরূপণ করা হবে।