দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা ও কনসুলার কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সার্ভিস এবং ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং মিশনের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দেওয়া এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়।
হাইকমিশনের সামনে ঝোলানো ওই নোটিশে আকস্মিক এই সাময়িক স্থগিতাদেশের জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গত কয়েক দিনের উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে কর্মীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
উত্তেজনার প্রেক্ষাপট গত দুদিন ধরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা এ সময় বাংলাদেশিদের ভারত ছাড়ার হুমকি দেয়, যা মিশনের কর্মকর্তা ও সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এর আগে রোববার শিলিগুঁড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা সেন্টারে অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতকারী। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে খবর পাওয়া গেছে।
অপেক্ষায় সেবাগ্রহীতারা ভিসা ও কনসুলার সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে বাংলাদেশে আসতে ইচ্ছুক যাত্রী ও চিকিৎসার প্রয়োজনে ভিসা প্রত্যাশীরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তা নিশ্চিত হলে পুনরায় কার্যক্রম চালু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কবে নাগাদ সেবা চালু হবে, তা নোটিশে স্পষ্ট করা হয়নি।
