সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

 

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) তার ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম শুরু করা হবে।

 

এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

 

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

 

প্রসঙ্গত, দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথা জানালেও এখনো তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।