‘ওর একজন স্থায়ী বান্ধবী থাকা দরকার’
মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি
প্রকাশিত : ১২:২০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার
বয়স মাত্র ১৮। এই বয়সে সাধারণ কিশোরেরা যখন ভবিষ্যতের স্বপ্ন বুনে ব্যস্ত, লামিনে ইয়ামাল তখন ফুটবল বিশ্বের নতুন রাজপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। বার্সেলোনা এবং স্প্যানিশ ফুটবলের এই বিস্ময়বালককে আগামীর লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো ভাবছেন অনেকেই। তবে মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের চেয়েও ইদানীং ইয়ামাল বেশি আলোচনায় থাকছেন তাঁর ব্যক্তিগত জীবনের প্রেম-বিচ্ছেদের নাটক নিয়ে।
আর্জেন্টিনার পপ তারকা নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের সেই ‘বসন্তের দিন’ ফুরিয়ে গেছে। গত জুলাইয়ে ইয়ামালের ১৮তম জন্মদিনে বার্সেলোনায় উড়ে এসেছিলেন নিকি। রোমান্টিক ডিনার থেকে শুরু করে ক্রোয়েশিয়ার নীল জলরাশিতে হেলিকপ্টার ভ্রমণ—সবই ছিল রূপকথার মতো। এমনকি চ্যাম্পিয়নস লিগে গোল করে গ্যালারিতে থাকা নিকির উদ্দেশ্যে ইয়ামালের সেই ‘ফ্লাইং কিস’ এখনো সমর্থকদের চোখে লেগে আছে।
কিন্তু গত অক্টোবর থেকে সম্পর্কের আকাশে মেঘ জমতে শুরু করে। মিলানে অন্য এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে ইয়ামালের দেখা করার গুঞ্জন ছড়ালে তৈরি হয় দূরত্ব। অবশেষে টেলিভিশন পর্দায় এসে ইয়ামাল নিজেই নিশ্চিত করেছেন তাদের বিচ্ছেদের খবর। তিনি বলেন:
“আমাদের বিচ্ছেদ হয়েছে ঠিকই, কিন্তু এর পেছনে অন্য কেউ নেই। আমি কারো সঙ্গে কোনো লুকোচুরি করিনি। বিচ্ছেদ হয়েছে বলেই আমি একা মিলানে গিয়েছিলাম।”
ইয়ামালের এই টালমাটাল ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এসি মিলান ও আতলেতিকো মাদ্রিদের সাবেক পর্তুগিজ উইঙ্গার পাউলো ফুত্রে। তাঁর মতে, ইয়ামালই হবেন আগামীর বিশ্বসেরা, তবে তার জন্য একটি বিশেষ শর্ত পালন করতে হবে। ফুত্রে মনে করেন, ইয়ামালের দ্রুত একজন স্থায়ী ‘গার্লফ্রেন্ড’ খুঁজে নেওয়া দরকার।
স্প্যানিশ একটি টেলিভিশনে ফুত্রে যুক্তি দেখান যে, একজন দায়িত্বশীল জীবনসঙ্গী থাকলে খেলোয়াড়েরা অনেক বেশি পেশাদার হয়ে ওঠেন। নিজের উদাহরণ টেনে তিনি বলেন:
“আমার সন্তানদের মায়ের সঙ্গে যখন পরিচয় হলো, তখন থেকেই আমি শতভাগ ফুটবলার হয়ে উঠলাম। অকারণে বাইরে আড্ডা দেওয়া কমিয়ে দিলাম। ড্রেসিংরুমে আমার গুরুত্ব বেড়ে গেল, কারণ আমি দায়িত্বশীল হতে শিখেছিলাম।”
ফুত্রের দাবি, মনের মাঝে যদি একান্ত আপন কেউ থাকে, তবে মাঠের বাইরের মন হুটহাট বিচলিত হয় না। এতে খেলায় মনোযোগ বাড়ে এবং বির্তক থেকে দূরে থাকা যায়।
এখন দেখার বিষয়, ১৮ বছরের এই তরুণ তুর্কি সাবেক পর্তুগিজ তারকার এই পরামর্শ কানে তোলেন কি না। বার্সেলোনার ভক্তরা অবশ্য চান, মাঠের বাইরে যে নাটকই চলুক না কেন, মাঠের ভেতরে যেন ইয়ামালের জাদু অব্যাহত থাকে।
