রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

জানালার কাঁচ ভাঙায় বল আটকে দিলেন বাসিন্দা

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

শিরোনাম পড়ে পরিস্থিতিটা খুব চেনা মনে হতে পারে। পাড়ার ক্রিকেটে বল গিয়ে পাশের বাড়ির জানালা ভেঙে দেওয়া আর বল আনতে গিয়ে গৃহকর্তার বকুনি খেয়ে খালি হাতে ফেরা—এমন অভিজ্ঞতা নেই এমন কাউকে খুঁজে পাওয়া ভার। কিন্তু খোদ বিপিএলের মতো জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের প্রস্তুতিতে এমন ‘পাড়ার ক্রিকেট’ সুলভ কাণ্ড ঘটবে, তা কে ভেবেছিল! ঠিক এমনটাই ঘটেছে আজ মিরপুরে।

 

 

আসন্ন বিপিএলের প্রস্তুতি শুরু করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। গত শুক্রবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করছে দলটি। একদিন বিরতি দিয়ে আজ আবারও নেটে ঘাম ঝরাতে নামে তারা। তবে অনুশীলনের মাঝেই ঘটে এক অদ্ভুত কাণ্ড।

 

নেটে ব্যাটারদের নকিং করার সময় একটি বল সজোরে ছুটে গিয়ে একাডেমি মাঠের পাশে থাকা একটি দালানের জানালায় আঘাত করে। এতে জানালার কাঁচ ভেঙে যায়। বলটি ফেরত আনতে গেলে সংশ্লিষ্ট বাড়ির একজন বাসিন্দা বল দিতে সাফ অস্বীকৃতি জানান। জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের অনুশীলনে এমন ঘটনায় সেখানে এক হাস্যকর অথচ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

 

অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজশাহী ওয়ারিয়র্সের অন্যতম সদস্য আকবর আলী। অদ্ভুত এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন:

 

"ঘটনাটি ঘটেছে। তবে আমি তখন অন্যদিকে অনুশীলন করছিলাম, তাই বিস্তারিত সবটা দেখতে পারিনি।"

এমন দৃশ্য শৈশবের কথা মনে করিয়ে দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে হাসি চেপে রাখতে পারেননি আকবর। স্মিত হেসে তিনি বিষয়টি এড়িয়ে গেলেও মাঠের উপস্থিত সবার কাছেই এটি ছিল আজকের দিনের সবচেয়ে আলোচিত ও মজার ঘটনা।