রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

১৭ চার ও ৯ ছক্কায় ভারতকে উড়িয়ে দিলেন মিনহাস

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে আলো ছড়াচ্ছিলেন সামির মিনহাস। তবে ফাইনালের মহামঞ্চে ভারতের বিপক্ষে তিনি দেখা দিলেন আরও রুদ্ররূপে। মিনহাসের মহাকাব্যিক ১৭২ রানের ইনিংসে ভর করে এশিয়া কাপের ফাইনালে ৮ উইকেটে ৩৪৭ রানের বিশাল পুঁজি গড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

 

 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন মিনহাস। মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে মাত্র ১১৩ বলে খেলেন ১৭২ রানের এক টর্নেডো ইনিংস। তাঁর এই ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি বিশাল ছক্কা। ১৫২.২১ স্ট্রাইক রেটে ব্যাট করা মিনহাস যতক্ষণ ক্রিজে ছিলেন, পাকিস্তান তখন ৪০০ ছোঁয়ার স্বপ্ন দেখছিল।

 

 

  • ২৮তম ওভার: মিড অন দিয়ে দর্শনীয় চারে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি। শতক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে উল্লাস করেন এই তরুণ তুর্কি।

  • ৪১তম ওভার: স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে পূর্ণ করেন সার্ধশতক (১৫০ রান)। একই ওভারে একটি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের রান ২৮৬ পার করে দেন।

  • ৪২তম ওভার: অবশেষে থামে মিনহাসের তাণ্ডব। দিপেশের একটি স্লোয়ার বলে বড় শট খেলতে গিয়ে ওয়াইড মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সীমানা থেকে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন চৌহান।

 

 

মিনহাস যখন বিদায় নেন, পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ৩০২ রান। তাঁর বিদায়ের পর এক পর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে অলআউটের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ৩৫০ ছুঁইছুঁই স্কোর গড়তে সক্ষম হয় পাকিস্তান। মূলত মিনহাসের একার লড়াইয়েই ভারতকে চাপে ফেলে দিয়েছে দলটি।

৩৪৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারত এই বিশাল চাপ সামলাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।