রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

বগুড়ায় বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 

বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তাঁর সঙ্গে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

 

মনোনয়নপত্র সংগ্রহের পর বেগম খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়কারী হেলালুজ্জামান লালু গণমাধ্যমকে বলেন:

 

‘বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়ার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের লক্ষ্য এবার তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেওয়া।’

 

 

বিএনপি প্রধানের এই আসনে প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়লে গাবতলী ও শাজাহানপুর এলাকার নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, বেগম খালেদা জিয়া সব সময়ই বগুড়াকে নিজের বাড়ি মনে করেন এবং এখানকার মানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে তিনি আবারও বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

 

উল্লেখ্য, এর আগে বগুড়ার অন্য একটি আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই জেলা থেকে দলের দুই শীর্ষ নেতার নির্বাচনে অংশগ্রহণের খবরে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।