শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

ওসমান হাদির মৃত্যুতে জামায়াতে ইসলামীর দুদিনের কর্মসূচি ঘোষণা

নাজমুল হুদা

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অকুতোভয় অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে দুই দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

 

গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের দায়িত্বশীলদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং শহীদ ওসমান হাদির জানাজা ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন:

  • মাওলানা এটিএম মাছুম (সহকারী সেক্রেটারি জেনারেল)

  • ড. হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি (সহকারী সেক্রেটারি জেনারেল)

  • মাওলানা আবদুল হালিম (সহকারী সেক্রেটারি জেনারেল)

  • এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সহকারী সেক্রেটারি জেনারেল)

  • আবদুর রব (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য)

  • সাইফুল আলম খান মিলন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য)

  • মোবারক হোসাইন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য)

  • নূরুল ইসলাম বুলবুল (ঢাকা মহানগরী দক্ষিণের আমীর)

  • আবদুর রহমান মুসা (ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির)

 

 

১. ২০ ডিসেম্বর (শনিবার): দেশের প্রতিটি জেলা ও মহানগরী শাখার পক্ষ থেকে স্থানীয়ভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান। ২. ২১ ডিসেম্বর (রবিবার): সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল।

বৈঠকে নেতারা শরিফ ওসমান হাদিকে 'বিপ্লবী জুলাই যোদ্ধা' হিসেবে অভিহিত করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার প্রস্তুতি চলছে।