খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আজ বিকেলে ব্রিফিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত তথ্য জানাতে আজ বিকেলে একটি জরুরি ব্রিফিং ডাকা হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই ব্রিফিংয়ে কথা বলবেন।
-
তারিখ: আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫)
-
সময়: বিকেল ৪টা
-
স্থান: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাডামের স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে ডা. জাহিদ হোসেন উপস্থিত সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। তাঁর স্বাস্থ্য নিয়ে নেতা-কর্মীদের মধ্যে সব সময়ই গভীর উদ্বেগ থাকে। আজকের এই ব্রিফিং থেকে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়েছে কি না এবং চিকিৎসকদের পরবর্তী পদক্ষেপ কী, সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
