শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স মিলেনি, সিঙ্গাপুরে হচ্ছে না হাদির জানাজা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়োজনীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় সেখানে জানাজা আয়োজন সম্ভব হচ্ছে না।

 

হাইকমিশন জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি ইন্তেকাল করেন। জানাজার ব্যবস্থা না হওয়ায় তারা দুঃখ প্রকাশ করে এবং সিঙ্গাপুর প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানায়।

 

এর আগে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে শুক্রবার সকাল ১০টায় হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি জানানো হয়েছিল, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে পৌঁছাতে পারে।

 

বাংলাদেশে হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

শরিফ ওসমান হাদি চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির একজন মুখপাত্র ছিলেন। আততায়ীর গুলিতে আহত হওয়ার পর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তার মৃত্যুর খবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। সরকার আজ দোয়া এবং আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।