শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কঠোর নিরাপত্তা

ইমাম হোসেন

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়গুলোতে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

 

 

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে এবং মাঠ পর্যায়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এসব কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল এবং প্রযুক্তিগত যন্ত্রপাতি সংরক্ষিত থাকে।

চিঠিতে যা বলা হয়েছে: "নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামালের সুরক্ষা এবং কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যাবশ্যক।"

 

 

মাঠ পর্যায়ের অফিসের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের জন্য অতিরিক্ত নিরাপত্তার আবেদন করেছে কমিশন। বর্তমানে সিইসির জন্য পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনের সময় আরও একটি অতিরিক্ত গাড়িসহ বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে। কমিশনার ও সচিবের বাসভবন ও যাতায়াতের পথেও সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার নির্দেশনা রয়েছে।

 

 

কার্যক্রম তারিখ
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর ২০২৫ – ৪ জানুয়ারি ২০২৬
আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি – ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি ২০২৬
প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি – ১০ ফেব্রুয়ারি (সকাল ৭:৩০) ২০২৬
ভোটগ্রহণ ও গণভোট ১২ ফেব্রুয়ারি ২০২৬

এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার দিকে এগোচ্ছে।