শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

বিদেশি কূটনীতিকদের নিয়ে পদ্মায় পররাষ্ট্রসচিবের ব্রিফিং

নাজমুল হুদা

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

দেশের চলমান সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বিশেষ ব্রিফিংয়ে বসেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং শুরু হয়।

 

ব্রিফিংয়ে যুক্তরাজ্য, জার্মানি, চীন, ভারত, পাকিস্তানসহ ৩০টিরও বেশি দেশ এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র অনুযায়ী, ব্রিফিংয়ে মূলত কয়েকটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে:

 

১. নির্বাচনের রোডম্যাপ: ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা। ২. নিরাপত্তা ও আইনশৃঙ্খলা: নির্বাচনের তফসিল ঘোষণার পর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার ও রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপসমূহ। ৩. নির্বাচন কমিশনের ভূমিকা: একটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা ও সরকারের অঙ্গীকার। ৪. কূটনৈতিক নিরাপত্তা: সম্প্রতি ভারতীয় হাইকমিশন ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে বিদেশি মিশন ও কূটনীতিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা।

 

 

তফসিল ঘোষণার পর থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের মাঝে নানা কৌতূহল ও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আঞ্চলিক উত্তেজনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার ঘটনায় কূটনীতিকরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নিরসন এবং সরকারের স্বচ্ছতা বজায় রাখতেই এই ব্রিফিংয়ের আয়োজন।

 

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের আশ্বস্ত করে জানান, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত।