২০ কোটি টাকার বেশি সব ঋণ যাচাই হবে
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বড় ঋণের ওপর কঠোর নজরদারির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, ব্যাংকগুলোর ২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে। ঋণের বিপরীতে রাখা জামানত পর্যাপ্ত কি না, তাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকিং খাত সংস্কার: চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জবাবদিহিতা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা
গভর্নর স্পষ্ট করে বলেন, যাচাইয়ের সময় যদি দেখা যায় কোনো ঋণের জামানত ঠিক নেই, তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও পরিচালককে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যে সরকারের কাছে আইনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই সরকার আইনটি পাস করলে সংস্কার কাজ সহজ হবে।”
আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন ও আমানত রক্ষা
সেমিনারে গভর্নর একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, ৫টি ব্যাংক একীভূত করার পাশাপাশি ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন (বন্ধ) করা হচ্ছে। তবে আমানতকারীদের আশ্বস্ত করে তিনি বলেন:
-
সাধারণ আমানতকারী: সবাই তাদের গচ্ছিত টাকা পুরোপুরি ফেরত পাবেন।
-
প্রাতিষ্ঠানিক আমানতকারী: তারা একটি অংশ ফেরত পাবেন।
রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন আসন্ন নির্বাচনকে ব্যাংক খাতের জন্য একটি ‘সন্ধিক্ষণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ব্যাংক খাত সংস্কারের সুনির্দিষ্ট অঙ্গীকার থাকতে হবে। তারা কি ব্যাংকগুলোকে আগের মতো পুঁজিপতিদের হাতে ছেড়ে দেবে, নাকি জনগণের কল্যাণে ব্যবহার করবে—তা পরিষ্কার করতে হবে।”
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের মাধ্যমেই ব্যাংক খাতের ভঙ্গুর দশার শুরু। বর্তমানে খেলাপি ঋণ ৩৬ শতাংশে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
ইআরএফ সভাপতি দৌলত আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা দেশের আর্থিক খাতের সংকট উত্তরণে রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
