শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ কিংবা পাকিস্থান, এদের কেউ ই নয়। প্রথম ম্যাচে হেসেছিল বৃষ্টি। আর ক্রিকেটের এই চিরশত্রুর বিজয়ের দিনে পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশ-পাকিস্থান প্রস্তুতি ম্যাচটি। তাই ড্র আর আফগানিস্থানের সাথে হারের স্মৃতি নিয়েই বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামতে হবে সরফরাজ আহমেদের দলকে।

 কিন্তু নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও আজ আরো একটি সুযোগ আছে বাংলাদেশের সামনে। কারণ দ্বিতীয় ম্যাচে আজ আবারো মাঠে নামছে টাইগাররা প্রতিপক্ষ ভারত। দু-দলের জন্যই এটি শেষ প্রস্তুতি ম্যাচ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩ টায়।

প্রথম ম্যাচ না খেলতে পারলেও তা নিয়ে একদম ভাবছেন না টাইগার কোচ স্টিভ রোডস। নেই কোন মাথাব্যথা। তবে জানিয়েছেন খেলতে পারলে ভালো হতো। নিজেদের টিম কম্বিনেশনটা দেখে নেয়ার সুযোগ থাকতো। যেহেতু হয়নি, তাই সেটা নিয়ে ভাবছেন না রোডস। কারণ সদ্যই আয়ারল্যান্ড থেকে দারুণ একটি সময় পার করে ইংল্যান্ডে পা রেখেছে মাশরাফি বাহিনী। সেখানে সবাই ছিলেন ফর্মে। সাথে চাঙ্গা আছে মনোবল।

তবে ভাবনার বিষয় হলো ৭ নাম্বার পজিশন নিয়ে। কে খেলবে এখানে মোসাদ্দেক নাকি সাব্বির। এ নিয়ে চাপা    চিন্তা ম্যানেজমেন্টের।  এখানে খেলতে মুখিয়ে আছেন দুজনেই। জানিয়েছেন সুযোগ পেলে নিজেদের সেরাটা ঢেলে দিতে চান মোসাদ্দেক-সাব্বির। 

প্রতিপক্ষ যেহেতু ভারত তাই কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে স্বস্তির কথা হলো নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরছে ভারত। পাত্তাই পায়নি নিউজিল্যান্ডের কাছে। পুরোপুরি ব্যর্থ ছিল টপ অর্ডার। বোলাররাও  কিছু করে দেখাতে পারেনি। সবার ব্যর্থতার দিনে শুধু ৫৪ রানের ইনিংস খেলেছিল অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। দলের এমন পার্ফরম্যান্স তাই নিশ্চিতভাবেই পোড়াচ্ছে কোহলিদের। 

তাই প্রথম ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাইবে ভারত। ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশের বিপক্ষে। এ ম্যাচটিকে ঘিরে নিজেদের ঝালিয়ে নিতে মুখিয়ে আছে দুইবারের চ্যাম্পিয়নরা। ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে মূল লড়াইয়ের জন্য নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে এটাই শেষ সুযোগ তাদের সামনে। তাই সুযোগটির শতভাগ ব্যবহার করতে মরিয়া ভিরাট হোহলির দল।