বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গিয়ে রক্তাক্ত জিৎ: বন্ধ হলো শুটিং

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার

টলিউড সুপারস্টার জিৎ শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের কাজ করার সময় তিনি আহত হন। জিতের আঘাতের খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

 

জানা গেছে, চলতি পুরো সপ্তাহ জুড়ে সিনেমাটির শুটিংয়ের শিডিউল ছিল। তবে জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আপাতত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক পথিকৃৎ বসু। অভিনেতা ঠিক কতটা গুরুতর চোট পেয়েছেন বা শরীরের কোথায় আঘাত লেগেছে, সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। পরিচালক আপাতত শুটিং শুরুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত করতে পারেননি।

 

 

এই সিনেমায় জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক ও বিতর্কিত চরিত্র ‘অনন্ত সিংহ’-এর ভূমিকায়। ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোর প্রেক্ষাপটে নির্মিত এই পিরিয়ড ড্রামায় প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে।

অনন্ত সিংহ কে ছিলেন? > ১৯০৩ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। জীবনের শেষ দিকে তিনি নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ব্যাংক ডাকাতির অভিযোগে আট বছর কারাগারেও ছিলেন। কথিত আছে, সেই টাকা তিনি গরিবদের বিলিয়ে দিতেন।

 

 

ইতিহাসের এমন এক বর্ণাঢ্য চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়েই বিপাকে পড়লেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেতা। জিতের সুস্থতার ওপরই নির্ভর করছে সিনেমার পরবর্তী কাজ। এদিকে ওপার বাংলায় ২০২৬ সাল থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার অনুসরণ করে ছবি মুক্তির নিয়ম নির্ধারিত হওয়ায় সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।