শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতা হরিপদ রায় গ্রেপ্তার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৫:০১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার
বিভিন্ন মামলার আসামী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ার নেতৃত্বে ছিলেন ডা. হরিপদ রায়। এর একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
