পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার
রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
আগুনের খবর পাওয়ার পরপরই তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে আরও ৩টি ইউনিট পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৩৮ মিনিটে তাঁরা প্রথম সংবাদ পান। তবে পুরান ঢাকার সরু রাস্তা এবং দুপুরের তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে।
তিনি জানান, দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৫টি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতে পেরেছে। বাকি ইউনিটগুলো পথে রয়েছে।
আগুনের লেলিহান শিখা দ্রুত কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থ ও পলিথিনে ছড়িয়ে পড়ায় চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
