হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি হত্যাচেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-১০ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানের মাধ্যমে ফয়সল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এই হামলায় মূল শুটার হিসেবে ফয়সল করিম মাসুদের নাম এসেছে। যদিও ফয়সল ও তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর শেখ এখনো অধরা। হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে বলে গণমাধ্যমে গুঞ্জন উঠলেও, পুলিশ তা নিশ্চিত করেনি।
র্যাব এখন গ্রেপ্তারকৃত বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে মূল আসামিদের অবস্থান এবং হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ওসমান হাদিকে বর্তমানে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
