বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

সিলেট তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত আহত অন্তত ২০ জন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের হেমু করিচর ব্রীজ নামক স্থানে পর্যটকবাহী বাস এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) ও ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।

 

এই ঘটনায় ১জন নিহত আহত অন্তত ২০ জন। এই ঘটনায় প্রায় ২ঘন্টা যানচলাচল বন্দ ছিলভ পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নিহত ১জন হলেন নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ ফতুল্লা থানার হাজীগঞ্জ গ্রামের নূরুল হক নুরা ছেলে মো. জিহাদ (২০)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

সিলেট তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।