মাহফুজুর রহমানের গানের টিজার প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

প্রত্যেকবারের মতো এবার ঈদেও একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বেসরকাররি চ্যানেলে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ড. মাহফুজুর রহমানের গাওয়া এবারের গানের অনুষ্ঠানের নাম ‘মন থেকে রইলো শুভ কামনা’। সম্প্রতি অনুষ্ঠানের একটি টিজার প্রকাশ করা হয়। টিজারে অনুষ্ঠানে গাওয়া গানগুলোর প্রথম এক-দুই বাক্য গাইতে দেখা যায় তাকে। এবারের গানগুলো লিখেছেন দেশসেরা গীতিকবিরা। সুর ও সংগীতায়োজনেও চমক আছে বলে জানান মাহফুজুর রহমান।
গানের প্রতি দুর্বলতা থেকে ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির ড. মাহফুজুর রহমান। প্রচার হয় এটিএন বাংলায়। প্রথমবারের সেই একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয় আলোচন-সমালোচনাও। এতেও না দমে নিয়মিত গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ঈদে।