সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে চাঞ্চল্যকর মোড় নিয়েছে। গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া আদালতকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রিমান্ড শুনানিতে সামিয়া আদালতকে জানান, ঘটনার ঠিক ২-৩ দিন আগে ফয়সাল করিমের সাথে তাঁর সর্বশেষ দেখা হয়েছিল।

 

সামিয়া আদালতকে বলেন, "ঘটনার ২-৩ দিন আগে ফয়সাল করিমের সাথে সর্বশেষ আমার দেখা হয়। তিনি বাসা থেকে কাপড় নিয়ে আসেন। এর বাইরে উনার সম্পর্কে কিছু জানি না।"

তিনি আরও দাবি করেন, ফয়সাল তাঁর কাছে অনেক রাতে আসতেন এবং সকালে চলে যেতেন। তাদের মধ্যে খুব বেশি যোগাযোগ হতো না।

 

 

সামিয়া আদালতকে স্পষ্ট জানান, ঘটনার সময় ফয়সাল তাঁর সঙ্গে ছিলেন না। তাঁর দাবি: "ঘটনার দিন তিনি মারিয়া আক্তার লিমার সাথে ছিলেন।"

আদালত এই মামলায় ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমার প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে বিকেলে ডিবি কার্যালয় থেকে আদালতে এনে তাঁদের বিরুদ্ধে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল।

রিমান্ড শুনানিতে মারিয়া আক্তার লিমা আদালতকে বলেন, কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল তাঁকে টাকা দিতে চেয়েছিলেন।

 

 

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

এই হত্যাচেষ্টার ঘটনায় ওসমান হাদির এক আত্মীয়ের করা মামলাটি বর্তমানে ডিবি (গোয়েন্দা শাখা) তদন্ত করছে। রিমান্ডে থাকা অভিযুক্তদের জেরা করে হামলার নেপথ্যের মূল পরিকল্পনাকারী এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য বের করাই এখন গোয়েন্দাদের প্রধান লক্ষ্য।