বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার
অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সমুদ্রসৈকতে গত রোববার দুই বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। হামলার সময় সৈকতে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে চারজন শিশু। আহতদের মধ্যে ২৭ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশের গাড়ি সৈকতের দিকে এগোতে দেখা যায়। তখনই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা গেছে, কমপক্ষে দুই কালো পোশাকধারী ব্যক্তি ক্যাম্পবেল প্যারেড ও বন্ডাই সার্ফ লাইফসেভিং ক্লাবকে সংযুক্ত করা পদচারী সেতু থেকে রাইফেল দিয়ে গুলি চালাচ্ছিলেন।
হামলায় জড়িত ছিলেন বাবা ও ছেলে, ৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং ২৪ বছর বয়সী নাভিদ আকরাম। সাজিদ ঘটনাস্থলেই নিহত হন। নাভিদকে গ্রেফতার করা হয়েছে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তথ্য অনুযায়ী, সাজিদের কাছে বৈধ ছয়টি আগ্নেয়াস্ত্র ছিল, যা পরে জব্দ করা হয়েছে। নাভিদ জন্মসূত্রে অস্ট্রেলীয় নাগরিক এবং তিনি ২০১৯ সালে অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা (এএসআইও)-র নজরে এসেছিলেন।
৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদকে বীর হিসেবে প্রশংসা করা হচ্ছে। তিনি সাহসের সঙ্গে বন্দুকধারীর রাইফেল ছিনিয়ে নেন, যা অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। আহত অবস্থায় তিনি অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন হামলাটিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছেন।
হামলার পর পুলিশ যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) জব্দ করেছে। ফরেনসিক ও তদন্তকারী দল এখনও বোনিরিগ ও ক্যাম্পসি এলাকায় তল্লাশি চালাচ্ছে।
