নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ ডিসেম্বর, সোমবার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অধ্যাপক ডাঃ মোঃ আমজাদ হোসেন – অ্যাডভোকেট শাহজাহান সিরাজী পরিষদ নামে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অধ্যাপক ডাঃ মোঃ আমজাদ হোসেন খান। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং বর্তমানে রেড ক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর ইউনিটের কার্যনির্বাহী সদস্য।
সেক্রেটারি পদে প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ শাহজাহান (সিরাজী), যিনি গাজীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত একজন আইনজীবী।
এছাড়া সদস্য পদে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, মোঃ ছাদেকুজ্জামান খান, রোটারিয়ান মোঃ রুহুল কুদ্দুস মিলু এবং অ্যাডভোকেট মোঃ লুৎফর রহমান প্রধান—যারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তিত্ব।
প্যানেলের পক্ষ থেকে ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়েছে, “বিনয়ের সাথে আপনার মূল্যবান ভোট প্রত্যাশা করছি।” ভোট প্রদানকালে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে।
