রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৩ জমাদিউস সানি ১৪৪৭

সাত বছর লিভ-ইনের পর আংটি বদল

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

দীর্ঘদিনের প্রেম অবশেষে পেল নতুন স্বীকৃতি। সাত বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এই তারকা জুটি নিজেরাই তাদের বাগদানের খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা। সেখানেই তাঁরা তাদের সম্পর্কের বিষয়ে আলোচনা করেন এবং বাগদানের বিষয়টি ঘোষণা করেন।

 

পডকাস্টের এই পর্বের ট্রেইলারে অর্জুন-গ্যাব্রিয়েলার আংটি বদলের মুহূর্তটিও দেখানো হয়েছে, যা তাদের ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার এক পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ সময় ধরে এই জুটি তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা থাকলেও, আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে নেওয়ায় এখন তাদের পরবর্তী পদক্ষেপ—বিয়ে—নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।