রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০১:১০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার
রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, হঠাৎ এক যুবক দৌড়ে এসে দায়িত্ব পালনরত এক সাংবাদিকের হাত ধরে জোরপূর্বক ঘুরিয়ে ফেলে দেন। পরে ওই যুবক পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে আটক করে।
আটকের পর উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে মারধরের চেষ্টা করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক ও আক্রান্ত সাংবাদিকের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এর আগে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৭টা ২০ মিনিটে একইভাবে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিকের ওপর এ ধরনের হামলার ঘটনায় পেশাগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপস্থিত সাংবাদিকরা।
