রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৯ ১৪৩২   ২৩ জমাদিউস সানি ১৪৪৭

উদ্ভূত পরিস্থিতিতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর অবস্থান

আহম্মদ কবির সুনামগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট উদ্ভূত ও স্পর্শকাতর পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

এরই ধারাবাহিকতায়(১৩ ডিসেম্বর) থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ সকল বিওপির মাধ্যমে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল জোরদার করা হয়েছে।পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিনের নির্ধারিত টহলের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ টহল মোতায়েন করা হচ্ছে, যা সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করছে।

 

বিশেষ করে যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং ও রিক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করছে বিজিবি। এতে সীমান্ত এলাকায় একটি শক্ত নিরাপত্তা বলয় গড়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

 

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে আপসহীন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং ভবিষ্যতেও এ ধরনের কঠোর নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবির এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।