পর্দায় সুপারস্টার, আদালতে নিজের অধিকার রক্ষায় সালমান
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৯:০১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
বলিউডের 'ভাইজান' সালমান খান এবার শিরোনামে কোনো ব্লকবাস্টার সিনেমা বা মামলার জন্য নয়, বরং নিজের পরিচয় ও ব্যক্তিত্ব রক্ষার এক নতুন আইনি লড়াই নিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লাগামহীন অপব্যবহারের বিরুদ্ধে সুর তুলে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এর আগে তাঁর সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনও একই ধরনের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
এআই এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের এই যুগে তারকাদের ছবি, কণ্ঠস্বর, সংলাপ এবং নাচের ভঙ্গি নকল করে ভুয়া কনটেন্ট তৈরি করা এখন নিত্যদিনের ঘটনা। সালমান খানের অভিযোগ ঠিক সেখানেই:
"তাঁর অনুমতি ছাড়াই ছবি, ভিডিও, কণ্ঠস্বর, সংলাপ এমনকি নাচের স্টেপ পর্যন্ত ব্যবহার করে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।"
এই অভিযোগে অভিনেতার আরও দাবি, কিছু ওটিটি প্ল্যাটফর্ম এবং গোষ্ঠী তাঁর জনপ্রিয়তাকে ব্যবহার করে তাঁর ব্যক্তিগত অধিকার ও প্রচারের অধিকারে গুরুতর হস্তক্ষেপ করছে।
সালমান খানের আবেদনের গুরুত্ব বুঝে দিল্লি হাইকোর্ট দ্রুত পদক্ষেপ নিয়েছে। আদালত তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন যে, তাঁর ছবি, কণ্ঠস্বর, ভিডিও, বিখ্যাত সংলাপ কিংবা নাচের ভঙ্গি ব্যবহার করে কোনো ধরনের কনটেন্ট তৈরি বা বাণিজ্যিক ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম ও পক্ষগুলোকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।
এই রায়ের ফলে সালমান খানের নাম ও পরিচয় ব্যবহার করে অনলাইনে এআই-নির্ভর ভুয়া কনটেন্ট তৈরির প্রবণতা কার্যত নিষিদ্ধ হলো—যা তারকাদের জন্য এক বড় স্বস্তির খবর।
এআই অপব্যবহারের শিকার হওয়া তারকাদের তালিকায় শুধু সালমান বা ঐশ্বরিয়া নন, কণ্ঠশিল্পী কুমার শানু, আশা ভোসলে এবং অভিনেতা শিল্পা শেঠি ও অনিল কাপুরের মতো জনপ্রিয় তারকারাও আছেন। এআই এবং ডিপফেক ভিডিওর অপব্যবহার যে ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা এবং প্রচারের অধিকার লঙ্ঘন করে—আদালত তা বারবার স্পষ্ট করে দিচ্ছেন।
চলচ্চিত্র সমালোচকদের মতে, সালমান খানের এই পদক্ষেপ কেবল তাঁর ব্যক্তিগত সুরক্ষার জন্য নয়, এটি ভবিষ্যতের এআই অপব্যবহারের বিরুদ্ধে তারকাদের আইনি লড়াইয়ের এক নতুন ভিত্তি তৈরি করল।
