শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২   ২১ জমাদিউস সানি ১৪৪৭

ওসমান হাদির ওপর হামলা ‘নৃশংস ও বর্বরোচিত’: তীব্র প্রতিবাদ জানাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদির ওপর মোটরসাইকেলে আসা সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনাকে ‘নৃশংস, বর্বরোচিত ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এবং নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করা হয়। বিএনপি দাবি করেছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই একটি কুচক্রী মহল এই ধরনের হামলা চালিয়েছে।

 

 

ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি জানার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই হামলার কড়া সমালোচনা করেন।

 

তিনি বলেন,

“বিজয়নগরের মতো জনাকীর্ণ এলাকায় দিনের বেলায় একজন মানুষকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া। ওসমান হাদির ওপর এই হামলা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি জননিরাপত্তার ওপর হামলা। আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বিএনপির পক্ষ থেকে বলা হয়, ৫ আগস্টের পর দেশে যে স্থিতিশীল পরিবেশ ফিরে আসছে, তা নস্যাৎ করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ হতে পারে বলে আশঙ্কা করছে দলটি।

 

বিএনপি নেতারা বলেন,

“রক্তাক্ত হাদিকে দেখে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। আমরা স্পষ্ট বলতে চাই, অপরাধীদের কোনো দল নেই। যারা এই বর্বরোচিত কাজ করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। কোনো অজুহাতেই যেন সন্ত্রাসীরা পার না পায়।”

 

 

দ: বিএনপি আনুষ্ঠানিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দলের অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, যদি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে তারা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

 

 

বিএনপির এই কড়া প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। দলটির নেতাকর্মীরা ওসমান হাদির পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি।