‘বিজয়নগর আসতেই মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইকে গুলি করে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় আবারও ঘটল এক নৃশংস হত্যাকাণ্ড। আজ দিনে দুপুরে মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা অতর্কিতে গুলি করে পালিয়ে যায় হাদি নামের এক যুবককে। ঘটনার আকস্মিকতায় এবং নৃশংসতায় স্তম্ভিত হয়ে গেছে পুরো এলাকা। এই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি যে বর্ণনা দিয়েছেন, তা শুনলে গা শিউরে ওঠে।
ঘটনার সময় পাশেই ছিলেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রত্যক্ষদর্শী ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে সেই ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা দেন:
“আমরা সবে বিজয়নগর এলাকায় প্রবেশ করেছি। হঠাৎ করেই একটা কালো মোটরসাইকেলে দুজন লোক এসে হাদি ভাইয়ের পাশে দাঁড়ায়। কিছু বোঝার আগেই, মোটরসাইকেলে থাকা পেছনের লোকটি কিছু না বলে সরাসরি তাঁকে লক্ষ্য করে গুলি করে। চোখের পলকে ঘটল সবটা। প্রথম গুলিটা লাগার পরই হাদি ভাই মাটিতে লুটিয়ে পড়েন। গুলি করার পর তারা এত দ্রুত পালিয়ে যায় যে কেউ কিছু করতে পারেনি।”
প্রত্যক্ষদর্শী আরও জানান, গুলি করার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা হাদিকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক।
ঢাকার একেবারে জনবহুল একটি এলাকায় এমন দিনে দুপুরে গুলির ঘটনা স্থানীয়দের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ বলছেন, যেখানে প্রকাশ্যে এমন ঘটনা ঘটতে পারে, সেখানে তাদের নিরাপত্তা কোথায়?
-
এই ঘটনা প্রমাণ করে যে, অপরাধীরা রাজধানীতে কতটা বেপরোয়া এবং তাদের মধ্যে আইনের কোনো ভয় নেই।
-
নিহত বা গুলিবিদ্ধ হওয়া হাদির পরিচয় এবং এই হামলার পেছনে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের কাজ শুরু করেছে। তারা জানিয়েছে, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
