শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২   ২২ জমাদিউস সানি ১৪৪৭

উত্তরবঙ্গ কাঁপছে শীতে দিনাজপুরে তাপমাত্রা ১১.৬ ডিগ্রিতে

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

দিনাজপুরে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিকে শৈত্যপ্রবণ অঞ্চল পঞ্চগড়ের তেতুলিয়ায় একই সময়ে তাপমাত্রা নেমে এসেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা আজকের দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত।

 

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েকদিন ধরেই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। তার সঙ্গে রাতের আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা দ্রুত কমছে। সামনে আরও দুই, একদিন তাপমাত্রা কমতে পারে।

 

শীতের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে ভোরে ও রাতে কুয়াশা জমে দৃশ্যমানতা কমে যাচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, গত দুইদিন ধরে সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছে। রাস্তাঘাটে চলাচল করতে কষ্ট হচ্ছে। অনেকেই কাজের জায়গায় যেতে একটু দেরি করছেন।

 

হিলির ব্যবসায়ী মো. রহিম উদ্দিন জানান, শীত বাড়ায় বাজারে মানুষজন কম বের হচ্ছে। সকালবেলা দোকান খোলা রাখলেও ক্রেতা খুব একটা আসে না।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, এমন আবহাওয়ায় শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া, গরম কাপড় ব্যবহার করা এবং সকাল-সন্ধ্যায় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ায় ভালো।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যা দিনাজপুর, পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে আরও ঠান্ডা অনুভব করাবে।