`গোল্ডেন গ্লোব হরাইজন` অ্যাওয়ার্ড জিতলেন আলিয়া ভাট
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের মুকুটে যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক সম্মাননা। সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত prestigius রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তাঁকে ভূষিত করা হয়েছে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ (Golden Globe Horizon) অ্যাওয়ার্ডে। এই সম্মাননা শুধু আলিয়া ভাটের ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, ভারতীয় চলচ্চিত্রের জন্যেও এক বিশাল গর্বের মুহূর্ত।
মধ্যপ্রাচ্যের এই বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা এবং শিল্পীদের সম্মানিত করা হয়। সেখানে 'গোল্ডেন গ্লোব হরাইজন' অ্যাওয়ার্ডটি সাধারণত এমন শিল্পীদের দেওয়া হয়, যারা বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন দিগন্ত উন্মোচন করছেন এবং নিজেদের কাজের মাধ্যমে দর্শকদের প্রভাবিত করছেন। আলিয়া ভাটের এই সম্মান অর্জন প্রমাণ করে, ভারতীয় সিনেমার পরিচিতি এখন বিশ্বজুড়ে আরও বিস্তৃত হচ্ছে।
এই সম্মাননা পেয়ে অভিনেত্রী আলিয়া ভাট স্বভাবতই উচ্ছ্বসিত। পুরস্কার গ্রহণ করে তিনি তাঁর বক্তব্যে বলেন,
"একজন শিল্পী হিসেবে আপনার কাজ যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, তার চেয়ে বড় আর কিছু হতে পারে না। 'গোল্ডেন গ্লোব হরাইজন' অ্যাওয়ার্ড পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। আমি বিশ্বাস করি, চলচ্চিত্র ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে মানুষকে এক করে। এই পুরস্কার আমাকে আরও ভালো কাজ করার প্রেরণা দেবে।"
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে আলিয়ার উপস্থিতি এবং তাঁর ফ্যাশন সেন্সও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সব ছাপিয়ে তাঁর এই অর্জনই এখন বিনোদন শিরোনামের প্রধান খবর।
আলিয়া ভাট গত কয়েক বছর ধরেই তাঁর কাজের মাধ্যমে নিজেকে একজন বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। সঞ্জয় লীলা বনশালীর 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' হোক বা হলিউড সিনেমা 'হার্ট অফ স্টোন'—প্রতিটি কাজেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। এই অ্যাওয়ার্ড নিঃসন্দেহে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একজন ভারতীয় অভিনেত্রীর উত্থানকে আরও জোরালো করল।
রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল এবং 'গোল্ডেন গ্লোব হরাইজন' অ্যাওয়ার্ড আলিয়া ভাটের ঝুলিতে আসায় এখন শুধু ভারত নয়, মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক মিডিয়াতেও তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে।
