বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২   ১৯ জমাদিউস সানি ১৪৪৭

এফডিসিকে শুটিং স্পেস থেকে গবেষণা কেন্দ্রে রূপান্তরের ঘোষণা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আর শুটিংয়ের স্থান হিসেবে ব্যবহৃত হবে না-এটি পুরোপুরি রূপান্তর করা হবে চলচ্চিত্র গবেষণা, চিত্রনাট্য উন্নয়ন এবং চলচ্চিত্র শিক্ষার একটি আধুনিক কেন্দ্র হিসেবে। দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন করে সাজানোর রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসেবে এ ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি জানান, শিগগিরই শুটিংয়ের সব কার্যক্রম স্থানান্তরিত হবে গাজীপুরের কবিরপুর ফিল্ম সিটিতে, যেখানে আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরি করা হচ্ছে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে–আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং নতুন করে সাজানো ঝর্ণা স্পটের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “এফডিসিতে আর কেউ শুটিং করবে না; এই স্থান থাকবে গবেষণা, স্ক্রিপ্টিং, টেকনিক্যাল ট্রেনিং এবং চলচ্চিত্র উন্নয়নের জন্য। পুরো চলচ্চিত্র জগতকে পরিকল্পিত একটি ইকোসিস্টেমে আনা-এটাই আমাদের লক্ষ্য।”

 

তিনি আরও জানান, বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই সরকারের স্বপ্ন। সেই লক্ষ্য অর্জনে দরকার দক্ষ নির্মাতা এবং মানসম্পন্ন কনটেন্ট। উপদেষ্টা বলেন, “যখন আমরা বিশ্বমানের সিনেমা তৈরি করতে পারব, তখন বাংলাদেশও বিশ্বদরবারে সম্মান অর্জন করবে। সেই জায়গায় যেতে হলে গবেষণা ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ।”

 

দেশে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “হল কমে যাচ্ছে ঠিকই, কিন্তু আমরা থেমে নেই। প্রতিটি বড় শহরে মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে। দর্শকদের জন্য আধুনিক পরিবেশ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।”

 

সরকারি অনুদান ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি জানান, এখন থেকে বাণিজ্যিক ও অবাণিজ্যিক চলচ্চিত্রের আলাদা বিভাগে অনুদান দেওয়া হবে না। তিনি বলেন, “ভালো সিনেমা- এটাই একমাত্র মানদণ্ড। সিনেমাটি আর্ট ফিল্ম নাকি কমার্শিয়াল, তা বিবেচনা করবো না।”

 

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান। বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পা রাজসহ অনেকে। আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এফডিসির রূপান্তর ও কবিরপুর ফিল্ম সিটিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা দেশের চলচ্চিত্র শিল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে-যেখানে প্রযুক্তি, গবেষণা এবং আধুনিক অবকাঠামোই ভবিষ্যৎ চলচ্চিত্রের মেরুদণ্ড হয়ে উঠবে।