বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২   ২০ জমাদিউস সানি ১৪৪৭

তিতুমীর কলেজে বাঁধনের নতুন কমিটি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:২২ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

তিতুমীর কলেজ প্রতিনিধি : সাদিকুল ইসলাম সাদিক 
সরকারি তিতুমীর কলেজের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন,  ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার  ৯ ডিসেম্বর ২০২৫ কলেজটির প্রশাসনিক ভবনের ৮ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় গত সেশনের সার্বিক কার্যক্রম উপস্থাপনের পাশাপাশি নবনির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

সভায় বক্তারা জানান , রক্তের চাহিদা প্রায় পূরণসীমায় পৌঁছানো এবং নতুন রক্তদাতা বৃদ্ধিকে সংগঠনের গত সেশনের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১ বছরের জন্য নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,
সভাপতি: সামিয়া কবির স্বর্ণা (দর্শন ২০–২১), সাধারণ সম্পাদক: কাজিউল ফুযাযাত আবরার (ইসলামী শিক্ষা ২১–২২), সাংগঠনিক সম্পাদক: শাকিরুল ইসলাম লিখন, কোষাধ্যক্ষ: মো. রাতুল হাসান, দপ্তর সম্পাদক: রায়হান ইসলাম অন্তু 

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  সরকারি তিতুমীর কলেজের  উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এম. আতিকুজ্জামান এবং বাঁধন তিতুমীর কলেজ ইউনিটের প্রধান উপদেষ্টা (শিক্ষক) অধ্যাপক কামরুন নাহার।

সভা শেষে নতুন কমিটির দায়িত্বশীলরা সংগঠনের মানবিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।