বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২   ২০ জমাদিউস সানি ১৪৪৭

তারেক রহমানের বাণীতে কেন বেগম রোকেয়ার আদর্শ আজও প্রাসঙ্গিক?

সুমন হোসেন

প্রকাশিত : ১০:১৩ এএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বাণীতে তারেক রহমান নারী জাগরণে বেগম রোকেয়ার ভূমিকা তুলে ধরে বলেন, রক্ষণশীল সমাজের প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক।

 

 

তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, পিছিয়ে থাকা মুসলিম নারীদের আলোর পথ দেখাতে এবং নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়া সমাজের কঠোর প্রতিবন্ধকতার মুখেও থেমে যাননি।

  • শিক্ষার গুরুত্ব: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারীর আত্মমর্যাদা রক্ষায় শিক্ষাই যে প্রধান হাতিয়ার—তিনি তা নিজের জীবন থেকেই উপলব্ধি করেছিলেন।

  • সামাজিক আন্দোলন: বেগম রোকেয়ার লেখনি সমাজের বৈষম্যকে কঠোরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। রক্ষণশীলদের বাধা সত্ত্বেও তিনি নারী স্বাধীনতা ও স্বাবলম্বনের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন।

 

তারেক রহমান আরও বলেন, বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে ছিল নারীর প্রকৃত স্বাধীনতা এবং তাঁর আদর্শ আজও নারী সমাজকে উদ্দীপিত করে। এ সময় তিনি বেগম রোকেয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।