গাজীপুর সদরে ওয়ার্ড যুবদলের সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারর
নজরুল ইসলাম,গাজীপুর উত্তর
প্রকাশিত : ০৮:২১ পিএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
গাজীপুরের ভাওয়াল গড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মামুন শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে তাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে এবং বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে সিদ্ধান্তটি কার্যকর করা হয়।
এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করে মামুন শিকদার বলেন, “যুবদল আমার প্রাণের সংগঠন। কেন্দ্রীয় সিদ্ধান্তে আমাকে পুনর্বহাল করায় আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে রাজপথে আরও সক্রিয়ভাবে কাজ করবো।”
উল্লেখ্য, মামুন শিকদার ভাওয়াল গড় ইউনিয়ন যুবদলের ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
