সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

রেড সি উৎসবে নারী নেতৃত্ব: শিল্পের জগতে নারীর কণ্ঠস্বর কেন শক্তি

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার

রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫–এর তৃতীয় দিন জেদ্দায় প্রমাণ করেছে যে, এই উৎসবে নারীরা কেবল উপস্থিতই নন, বরং তাঁরা সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন। আলোচনাসভা, মাস্টারক্লাস এবং শিল্প–বিনিময়ের প্রতিটি ক্ষেত্রেই নারী তারকাদের উপস্থিতি ছিল প্রভাবশালী।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন এবং হলিউড অভিনেত্রী আনা দে আরমাস।

 

 

দিনের শুরুতেই মঞ্চে এসে দর্শকদের শুভেচ্ছা জানান ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন:

 

  • কেরিয়ার বনাম মাতৃত্ব: মা-হওয়া এবং ক্যারিয়ার সামলানোর ব্যক্তিগত অভিজ্ঞতা।

  • মিস ওয়ার্ল্ড খেতাব: এই খেতাব নিয়ে তাঁর নিজস্ব ভাবনা।

  • চালিকাশক্তি: ঐশ্বরিয়ার মতে, নিরাপত্তাহীনতা কখনো তাঁর চালিকাশক্তি ছিল না; বরং সততা ও দৃঢ়তাই তাঁকে পথ দেখিয়েছে।

 

 

অন্যদিকে, অভিনেত্রী আনা দে আরমাস ছিলেন পুরোপুরি বাস্তববাদী। কিউবার হাভানা থেকে মাদ্রিদ হয়ে হলিউডে প্রতিষ্ঠা পাওয়ার কঠিন যাত্রা তিনি শেয়ার করেন।

 

  • বাস্তববাদী সংগ্রাম: ভাষার বাধা এবং কঠিন সময় কীভাবে মোকাবিলা করেছেন, সেই গল্প বলেন।

  • শিল্পের প্রস্তুতি: একটি চরিত্রের জন্য প্রস্তুতি, পর্যবেক্ষণ ও পরিশ্রম—এই শিল্পভিত্তিক আলোচনা তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

 

 

অন্যান্য প্রভাবশালী তারকারাও এই উৎসবে নারীর নেতৃত্বের ওপর জোর দেন:

 

  • কুইন লতিফা: তিনি সহযোগিতা এবং শিল্পে নারীর কণ্ঠ শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তাঁর মতে, একজন নারীর সাফল্য অন্য নারীর জন্য নতুন দরজা খুলে দেয়।

  • ডাকোটা জনসন: তিনি আরও খোলামেলা ছিলেন। প্রযোজনা করতে গিয়ে শিল্পের আর্থিক অনিশ্চয়তা ও জটিল সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা জানান। তাঁর মতে, সৃজনশীল নিয়ন্ত্রণ নিতে হলে ঝুঁকি নেওয়া জরুরি, যা নারীদের প্রভাব বাড়াচ্ছে।