বাংলাদেশ হারাল আরেক সম্ভাবনাময় ফুটবলারকে!
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
বাংলাদেশের বয়সভিত্তিক দল থেকে এক বছর আগে খেলে যাওয়া ফুটবলার আরহাম ইসলাম এবার অস্ট্রেলিয়া ফুটবল দলের অনূর্ধ্ব-২০ (U-20) স্কোয়াডে ডাক পেয়েছেন। সম্প্রতি এসবিএস কাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল, যেখানে পরিচিত মুখ হিসেবে দেখা গেছে অস্ট্রেলিয়া প্রবাসী এই বাংলাদেশি ফুটবলারের নাম।
বাংলাদেশ দলে উপেক্ষিত থাকার পরই আরহামের অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়ার এই ঘটনা দেশের ফুটবলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
আরহাম ইসলামের নাম পরিচিত ঠেকার কারণ, তিনি এই গেল বছরেও লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।
-
শেষ ম্যাচ: গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন আরহাম। সেটাই ছিল লাল-সবুজ জার্সিতে তাঁর শেষ ম্যাচ।
-
উপেক্ষা: এরপর এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ বয়সভিত্তিক দলের একাধিক ম্যাচে তাঁকে আর ডাকা হয়নি।
-
নতুন সুযোগ: এই উপেক্ষার পরই ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা এই তরুণ ফুটবলার এবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার সুযোগ পেলেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝিতে জাপানের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে (অস্ট্রেলিয়া, জাপান ও স্পেন অ-২০ দল) আরহামের অভিষেক হতে চলেছে।
আরহাম ইসলাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে এই টুর্নামেন্ট খেললেই পুরোপুরি 'অস্ট্রেলিয়ান' হয়ে যাবেন না। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি প্রীতি ম্যাচ বাদে কোনো প্রতিযোগিতামূলক আনুষ্ঠানিক ম্যাচে (যেমন বিশ্বকাপ বাছাইপর্ব, এশিয়ান কাপ) একটি দেশের হয়ে একবার মাঠে নামেন, তবেই তিনি অন্য দেশের হয়ে খেলার সুযোগ হারান।
-
এই টুর্নামেন্ট (এসবিএস কাপ) খেললেও কাগজে-কলমে আরহামের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা টিকে থাকবে।
-
বিশেষ শর্ত মেনে তিনি অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক হলেও প্রীতি ম্যাচের পর বাংলাদেশের হয়ে খেলার সুযোগও থাকতে পারে।
তবে, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলে এক বছর ধরে উপেক্ষিত থাকার পর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ফুটবল কাঠামোর একটি দেশের স্কোয়াডে ডাক পাওয়া এই প্রতিভাবান তরুণকে বাংলাদেশের আর ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কঠিন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
