শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীর,দীর্ঘ ভোগান্তি শেষে যান চলাচল স্বাভাবিক
সুমন হোসেন
প্রকাশিত : ০৩:১০ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার
রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে দিয়েছেন। এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড় দিয়ে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরের পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু হয়।
এর আগে বিভিন্ন দাবিতে (সম্ভাব্য: চাকরির বয়সসীমা বা শিক্ষা সংস্কার) শিক্ষার্থীরা সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন, যার ফলে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পর থেকে শাহবাগ মোড়ের চারপাশের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়।
-
যান চলাচল: বর্তমানে ফার্মগেট থেকে পল্টন এবং মৎস্য ভবন থেকে টিএসসি অভিমুখী সব লেনে যানবাহন চলছে।
-
স্বস্তি: দীর্ঘ সময় বাসে ও রাস্তায় আটকে থাকা যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় সৃষ্ট জটলা কাটতে কিছুটা সময় লাগছে।
-
পুলিশের ভূমিকা: ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তার শৃঙ্খলা ফেরাতে এবং জট কমাতে তৎপর রয়েছেন।
সড়ক ছাড়ার আগে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের আল্টিমেটাম দিয়েছেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্র প্রতিনিধিরা।
