যুদ্ধবিরতি আলোচনায় পশ্চিম তীর ইস্যু যুক্ত করল কাতার
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১০:০৫ এএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে চলমান যুদ্ধবিরতি আলোচনায় নতুন শর্ত ও কঠোর বার্তা দিল মধ্যস্থতাকারী দেশ কাতার। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অধিকৃত পশ্চিম তীরকে বাদ দিয়ে কেবল গাজার জন্য কোনো যুদ্ধবিরতি চুক্তি করা হলে তা হবে 'অসম্পূর্ণ' এবং দীর্ঘমেয়াদে অকার্যকর।
আজ দোহায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে (সম্ভাব্য: দোহা ফোরাম) তিনি এই মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য এমন একসময়ে এল যখন পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযানের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, গাজা এবং পশ্চিম তীরকে আলাদা করার যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনিদের অধিকারের পরিপন্থী।
-
অখণ্ডতা: তিনি বলেন, "ফিলিস্তিন একটি অখণ্ড ভৌগোলিক ও রাজনৈতিক সত্তা। গাজায় যুদ্ধ থামল, কিন্তু পশ্চিম তীরে হত্যা ও ধরপাকড় চলল—এটা কোনো টেকসই শান্তির মডেল হতে পারে না।"
-
দ্বি-রাষ্ট্র সমাধান: শেখ মোহাম্মদ সতর্ক করেন যে, পশ্চিম তীরের পরিস্থিতি উপেক্ষা করলে তা দ্বি-রাষ্ট্র সমাধানের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল হবে।
গাজা যুদ্ধের পাশাপাশি গত কয়েক মাসে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং সামরিক অভিযান রেকর্ড মাত্রায় পৌঁছেছে। কাতার মনে করে, আন্তর্জাতিক সম্প্রদায় কেবল গাজার দিকে নজর দেওয়ায় পশ্চিম তীরে ইসরায়েল একতরফা আগ্রাসন চালানোর সুযোগ পাচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যেন যেকোনো যুদ্ধবিরতি প্রস্তাবে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বন্ধের শর্তটিও সমান গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়।
