আগুন-নিরাপত্তা লঙ্ঘন? গোয়ার নাইটক্লাবে ২৩ মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১০:০০ এএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার
ভারতের জনপ্রিয় পর্যটন রাজ্য গোয়ার উত্তর গোয়ায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতের পর ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে লাগা আগুনে নারী ও শিশুসহ অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অগ্নি-নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে উত্তর গোয়ার আরপোরা এলাকার বাগা বিচের কাছে অবস্থিত ক্লাবটিতে আগুন লাগে।
-
কারণ: প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ক্লাবের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
-
মৃত্যুর কারণ: মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, তিনজন আগুনে দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে (শ্বাসরোধ) মারা গেছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেতরের মানুষ বের হওয়ার সুযোগ পাননি।
-
নিহতদের পরিচয়: নিহত ২৩ জনের মধ্যে অধিকাংশ (প্রায় ১৯ জন) ক্লাবের কর্মচারী ছিলেন। বাকি তিন থেকে চারজন ছিলেন পর্যটক। অধিকাংশ মরদেহ উদ্ধার হয়েছে রান্নাঘর ও তার আশপাশ থেকে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এই দিনটিকে গোয়ার জন্য ‘খুব বেদনাদায়ক’ বলে অভিহিত করেন।
-
তদন্তের নির্দেশ: মুখ্যমন্ত্রী এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ক্লাবটি অগ্নি-নিরাপত্তা মানদণ্ড ও বিল্ডিং নিয়মকানুন মেনে চলেছিল কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
-
দায়ীদের শাস্তি: তিনি বলেন, "যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের গাফিলতি কঠোর হাতে দমন করা হবে।"
-
জাতীয় শোক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
আহতদের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
