তিতুমীর কলেজ জাতীয় ছাত্র শক্তির ৫০ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশ
সাদিকুল ইসলাম সাদিক, তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও আল নোমান নিরবকে সদস্য সচিব করে জাতীয় ছাত্র-শক্তি তিতুমীর কলেজ শাখার কমিটি প্রকাশ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ৫০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়।
আহ্বায়ক সাখাওয়াত হোসেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের (২০১৯-২০২০) শিক্ষাবর্ষ এবং সদস্য সচিব আল নমান নীরব গণিত বিভাগের (২০২০-২০২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়াও শীর্ষ পাঁচ নেতৃত্বে থাকা বাকি তিনজন হলেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সাল খান, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব লিমন মোল্লা এবং মূখ্য সংগঠক শাহ আলম তানভীর। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে ৮ জন, যুগ্ম সদস্য সচিব পদে ১২ জন, সংগঠক পদে ১৪ জন, সিনিয়র সংগঠক পদে ১ জন, এবং সদস্য পদে ১০ জন দায়িত্ব দেওয়া হয়েছে।
সদ্য প্রকাশিত কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন,
"শিক্ষা, ঐক্য, মুক্তি স্লোগান নিয়ে তিতুমীর কলেজ ছাত্রশক্তি শিক্ষার প্রসার, সামগ্রিক ঐক্য এবং (সামাজিক, রাজনৈতিক, আবাসন সংকট) সহ আরো একাধিক বিষয় নিয়ে কাজ করবে। শিক্ষার্থীদের সর্ব প্রকার যুক্তিসঙ্গত দাবি-দাওয়া গুলোর প্রতি সর্বদা একাত্মা পোষণ এবং তা আদায়ে পাশে থাকবে।"
তিনি আরো জানান, ন্যায়, সাম্য, অসাম্প্রদায়িক, শিক্ষার্থীবান্ধব এবং রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী ক্যাম্পাস গঠনে আমরা বদ্ধপরিকর। ছাত্র রাজনীতি ভয়ের নয়, শিক্ষার্থীদের জন্য এবং রাষ্ট্রের জন্য তার ধারণা প্রতিষ্ঠা করব। সেই সাথে সবার সুপরামর্শ নিয়ে ক্যাম্পাস গঠনে আমরা মনোযোগী হব।
সেই সাথে কমিটির সদস্য সচিব আল নমান নীরব বলেন,
"২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের কোল থেকে গড়ে ওঠা বিপ্লবী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সরকারি তিতুমীর কলেজ শাখা আহ্বায়ক কমিটি প্রকাশের মাধ্যমে তিতুমীর কলেজে আরো একটি নতুন ধারা ছাত্র রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তিতুমীর ছাত্রশক্তি শিক্ষার্থীদের অধিকার আদায়ে পূর্বের ন্যায় সচেষ্ট থাকবে।"
তিনি আরো বলেন, "সংগঠনের কর্মপন্থা ও কর্মসূচি শিক্ষার্থীবান্ধব, সৃজনশীল, সামাজিক ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে পরিচালনা করা হবে। আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে শুধু ক্যাম্পাস না, তিতুমীরকে জাতীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত করতে অক্লান্ত পরিশ্রম করবো ইন শা আল্লাহ। সকলের দোয়া, ভালোবাসা, সমালোচনা এবং পরামর্শ কামনা করছি।"
