ইঞ্জিন বিকল, ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
ঢাকা-ময়মনসিংহ গুরুত্বপূর্ণ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে।
যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে ঢাকামুখী বলাকা কমিউটার ট্রেন কাওরাইদ স্টেশনে প্রবেশের পর আবার যাত্রা শুরু করলে ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপর ধীরে ধীরে গতি কমে যায় এবং ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে যাত্রীদের পোশাকে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, “হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিকল্প ইঞ্জিন আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।”
ইঞ্জিন বিকলের ফলে আশপাশের বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতিতে রয়েছে, ফলে রুটে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
