শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২২ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

কাজী ছাব্বীরকে আহবায়ক সচিব করে `মানবতার জোট` এর আত্মপ্রকাশ

মো: সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

"মানবতার জোট-এর অঙ্গীকার, দেশ হবে জনতার" এই স্লোগানকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করল 'মানবতার জোট'। আজ ০৫/১২/২০২৫ইং সকালে রাজধানী ঢাকার শিশু কল্যাণ পরিষদের ভিআইপি হলে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫টি রাজনৈতিক দলের সমন্বয়ে “মানবতার জোট” নামে নির্বাচনী জোটের আত্মপ্রকাশ হয়েছে। 

উপস্থিত জোটভুক্ত সকল দলের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি'র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীরকে আহবায়ক এবং সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারী সদস্য সচিব মনোনীত করা হয় ।
রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ ভি.আই.পি লাউঞ্জে আজ এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে জোটভুক্ত দল গুলির প্রতিনিধিদের উপস্থিতিতে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি'র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে "মানবতার জোট" ঘোষণা করেন।
যথাক্রমে সিনিঃ যুগ্ম আহ্বায়ক এড. জাহাঙ্গীর হোসেন (চেয়ারম্যান, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি), যুগ্ম আহ্বায়কগণ সৈয়দ নাজমুল হোসেন (চেয়ারম্যান, বাংলাদেশ প্রগতিশীল পার্টি), বিজ্ঞানী শামসুল হক (চেয়ারম্যান, জাতীয় সমতা পার্টি), কাজী মনিরুজ্জামান (চেয়ারম্যান, শানে আউলিয়া বাংলাদেশ পার্টি), ইঞ্জি. ইসমাইল হোসেন (সভাপতি, বাংলা পুনর্গঠন পার্টি), মোঃ মনিরুল ইসলাম (সভাপতি, ইসলামী ডেভেলপমেন্ট পার্টি) হিমেল হাজরা (চেয়ারম্যান, ন্যাশনাল তৃণমূল পার্টি) বাদশা উদ্দিন মিন্টু, (সভাপতি, বাংলাদেশ জনতা সংস্কৃতি ফ্রন্ট), মোহাম্মদ হোসাইন লিটন (সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল ইনসাফ পার্টি), আব্দুর রহিম শেখ (চেয়ারম্যান, বাংলাদেশ পঞ্চায়েত পার্টি), মো: সাইফুল আলম সরকার (সভাপতি, যুব সমাজ বাংলাদেশ), মোঃ আব্দুস সবুর মিয়া (চেয়ারম্যান, ন্যাশনাল বেঙ্গল পার্টি (এনবিপি), সম্মানিত সদস্যগণ প্রকাশ দেবনাথ (মহাসচিব, সাবাস বাংলাদেশ পার্টি), ইকবাল হাসান স্বপন (মহাসচিব, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি), মোঃ মহিউদ্দিন (মহাসচিব, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ), মোঃ ইয়াসিন (মহাসচিব, ইসলামী ডেভেলপমেন্ট পার্টি) মোঃ ইউসুফ আলী (মহাসচিব, বাংলা পুনর্গঠন পার্টি) মোঃ ইলিয়াছ হোসেন মাঝি (মহাসচিব, বাংলাদেশ জনতা সংস্কৃতি ফ্রন্ট), রিপন সরকার (মহাসচিব, জাতীয় সমতা পার্টি), মোঃ আনোয়ার শাহ (মহাসচিব, ন্যাশনাল বেঙ্গল পার্টি (এনবিপি)। 

সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যগণ হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান হাওলাদার (উপদেষ্টা, সাবাস বাংলাদেশ পার্টি) মোঃ ফারুক মিয়া (প্রেসিডিয়াম সদস্য, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি), মোঃ মানিক মিয়া (উপদেষ্টা, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ), সুবোধ বিশ্বাস (উপদেষ্টা, বাংলা পুনর্গঠন পার্টি), মোঃ আহসান উল্লাহ (উপদেষ্টা, ইসলামী ডেভেলপমেন্ট পার্টি), সিদ্দিকুর রহমান রেজভী (উপদেষ্টা, যুব সমাজ বাংলাদেশ), মোঃ আলমগীর হোসেন (বাংলাদেশ জনতা সংস্কৃতি ফ্রন্ট)।

"মানবতার জোট এর অঙ্গিকার- দেশ হবে জনতার" এই স্লোগানকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সুস্থ ধারার রাজনীতিকে বিকশিত করার লক্ষ্যে, বাংলাদেশী জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, সকল ধর্মীয় কর্মকাণ্ডে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে জনকল্যাণমুখী এই “মানবতার জোট” গঠন করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের পরিবেশ বজায় রাখার নিশ্চয়তা পেলে যেকোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে “মানবতার জোট” অংশগ্রহণ করবে বলে জানান জোটের নেতৃবৃন্দ। তবে বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলে মানবতার জোট মনে করে।