আগারগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ একই পরিবারের ছয়জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
রাজধানীর আগারগাঁও এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকার একটি টিনশেডের বাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ছয়জনকেই উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া জানান, তাঁদের টিনশেডের বাসায় ভোর সাড়ে চারটার দিকে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন:
| নাম | বয়স | সম্পর্ক |
| মো. জলিল মিয়া | ৫০ | পরিবারের প্রধান |
| আরনেজা বেগম | ৪০ | স্ত্রী |
| আসিফ মিয়া | ১৯ | ছেলে |
| সাকিব মিয়া | ১৬ | ছেলে |
| মনিরা | ১৭ | মেয়ে |
| ইভা | ৬ | নাতনি |
দগ্ধ এই পরিবারটির গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ ব্যক্তিরা বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
