শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২১ ১৪৩২   ১৪ জমাদিউস সানি ১৪৪৭

নয়াপল্টনে দোয়া: জুমার পর খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দিনক্ষণ নিয়ে সর্বশেষ তথ্য জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত বলে নিশ্চিত করলেই কেবল তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।

আজ শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে।

 

 

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়াকে বহন করার জন্য কাতার থেকে একটি বিশেষায়িত চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে।

  • অ্যাম্বুলেন্সের আগমন: আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

  • যাত্রার সময়: চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে রোববার তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

  • চিকিৎসক দল: দেশি-বিদেশি উচ্চমানের চিকিৎসকরা বর্তমানে তাঁকে সুস্থ করে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, যাতে তিনি দীর্ঘ বিমান ভ্রমণের ধকল সইতে পারেন।

 

 

 

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য বিগত সরকারের আচরণকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন: "বিগত আওয়ামী লীগ সরকার তাঁকে ছয় বছর কারারুদ্ধ করে রেখেছিল। এর মধ্যে দুই বছর তাঁকে নির্জন, পুরোনো কারাগারে আটক রাখা হয়। সবাই সন্দেহ করেন, সেখান থেকেই তাঁর রোগের সূচনা। চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।"

তিনি আরও জানান, গত চার বছর ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং সম্প্রতি তাঁর অবস্থার আবারও অবনতি হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের বিশেষায়িত হাসপাতালে নেওয়া জরুরি হয়ে পড়েছে। দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।