সেটে ভয়াবহ দুর্ঘটনা: আগুনে পুড়ল আরিফিন শুভর পা, ভাইরাল ভিডিও
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকার বাইরে অত্যন্ত গোপনে পরিচালিত নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিও এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে শুভর পায়ে আগুন ধরে যায়।
পরিচালক সাইফ চন্দন পরিচালিত এই সিনেমার শুটিংয়ে অগ্নিকাণ্ডের দৃশ্য ধারণের সময় আগুনের শিখা নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে এই বিপত্তি ঘটে।
সিনেমার চিত্রনাট্য অনুযায়ী, একটি দৃশ্যে শুভর শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাওয়ার কথা ছিল।
-
নিয়ন্ত্রণহীন আগুন: ক্যামেরা চালু হতেই আগুনের শিখা অপ্রত্যাশিতভাবে বেড়ে যায় এবং মুহূর্তেই নায়কের পায়ে লেগে যায়।
-
শুভর প্রচেষ্টা: ভিডিও ফুটেজে দেখা যায়, শুভ প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করছেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে ইউনিটের সদস্যরা দ্রুত ছুটে এসে আগুন নেভান।
পায়ে ক্ষত এবং যন্ত্রণার মধ্যেও শুটিং বন্ধ করতে রাজি হননি আরিফিন শুভ। পরিচালক প্যাক-আপ করতে চাইলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়ান।
সূত্র জানায়: "তিনি আগুনে ঝলসে কাঁপছিলেন, তবুও থামেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার শট দিয়েছেন। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও এখনো তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।"
উল্লেখ্য, অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ এবং এটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
