বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২০ ১৪৩২   ১৩ জমাদিউস সানি ১৪৪৭

হাসপাতাল থেকে বিমানবন্দরে সরাসরি নিয়ে যাওয়ার প্রস্তুতি

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে তাঁকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে।

 

তবে তাঁর শারীরিক জটিলতার কারণে চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে একটি নির্দিষ্ট 'উইন্ডো পিরিয়ড'-এর জন্য অপেক্ষা করছেন।

সময়সূচি: তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যেন দিনের বেলায় বিমানবন্দরের ভিড় এড়িয়ে যাত্রা করতে পারে, সেজন্যই মধ্যরাত বা ভোরের সময়টিকে নির্বাচন করা হয়েছে।

 

  • চিকিৎসক দল: লন্ডন যাত্রা নির্বিঘ্ন করতে তাঁর সঙ্গে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল দল থাকবে। এই দল ফ্লাইট চলাকালীন তাঁর নিবিড় পর্যবেক্ষণ ও লাইফ সাপোর্ট নিশ্চিত করবে।

  • সরকারি প্রক্রিয়া: সরকারের পক্ষ থেকে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি আগেই দেওয়া হয়েছিল। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি।

 

 

মেডিকেল বোর্ড এবং তাঁর পরিবার নিশ্চিত করেছেন যে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। তাঁকে লাইফ সাপোর্টে রেখেই যাত্রা করতে হবে।

 

  • ঝুঁকিপূর্ণ যাত্রা: চিকিৎসকদের মতে, এই অবস্থায় দীর্ঘ বিমান যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যাত্রা শুরু করার ঠিক আগ মুহূর্তে তাঁর রক্তচাপ, শ্বাস-প্রশ্বাস এবং অন্যান্য প্যারামিটারগুলো স্বাভাবিক আছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

  • অপেক্ষা: মূলত চিকিৎসকদের 'গ্রিন সিগন্যাল' পেলেই তাঁকে মধ্যরাতের পর এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর প্রক্রিয়া শুরু হবে।

 

দলীয় নেতারা ও পরিবারের সদস্যরা গভীর উৎকণ্ঠায় আছেন এবং দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।