জমি বিক্রেতা থেকে দখলদার, বিএনপি নেতা মতির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
রাজধানীর দক্ষিণখানে অবৈধ জমি দখলের চেষ্টা, কিশোরগ্যাং পরিচালনা, সশস্ত্র হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানো এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বিএনপি দক্ষিণখান থানা যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতির বিরুদ্ধে। ভুক্তভোগী শাহপরান অভিযোগ করেছেন, মতিউর রহমান তার নিকট জমি বিক্রি করেছিলেন, তিনিই পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই জমি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
শাহপরান জানান, ২০২০ সালে বৈধ দলিল ও খাজনা–খারিজসহ সম্পূর্ণ আইনসম্মতভাবে মতির কাছ থেকে জমি ক্রয় করেন। কিন্তু পরবর্তীতে মতি দাবি তোলেন, বিক্রয়কৃত ৩.২৫ কাঠা জমির থেকে অতিরিক্ত জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন শাহপরান। তাই, অতিরিক্ত জমি ফেরত দিতে হবে অথবা অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে।
অভিযোগ রয়েছে, ৫ আগস্ট ২০২৪-এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত ছিলেন। পুনরায় দলীয় পদ ফিরে পেয়ে এই জমি দখলের অপচেষ্টা শুরু করেন। এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে শাহপরানের বিরুদ্ধে ২০২২ সালে ভিত্তিহীন মামলা করেন, যা আদালতে প্রমাণের অভাবে ২০২৩ সালে খারিজ হয়ে যায়। আইনি নথি উপস্থাপনের ভিত্তিতে আদালত শাহপরানকে জমির বৈধ মালিক হিসেবে রায় দেন। কিন্তু আদালতের রায় উপেক্ষা করেই মতি এলাকায় রাজনৈতিক প্রভাব দেখিয়ে জোরপূর্বক দখলচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
০৭ আগস্ট ২০২৪ সালে মতি কতিপয় কিশোরগ্যাং সদস্যকে নিয়ে তার ওপর সশস্ত্র হামলা চালান। হামলায় গুরুতর আহত শাহপরানকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা গ্রহণে অনীহা দেখায় এবং ‘উপরের নির্দেশ’ দেখিয়ে তাদের ফিরিয়ে দেয় বলে দাবি ভুক্তভোগীর। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হয়ে নিজ উদ্যোগে মামলা দায়ের করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন, চলতি বছরের ২৪ আগস্ট ২০২৫ সালে মতি প্রকাশ্যে গিয়ে শাহপরানের জমিতে নির্মিত দোকানের একটি ঘরে জোরপূর্বক তালা লাগিয়ে দেন। এতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ভাড়াটিয়াদেরও ক্ষতির মুখে পড়তে হয়।
এক দোকান ভাড়াটিয়া বলেন, “জমি তো শাহপরান ভাই আইনগতভাবে কিনেছেন। আমরা তার কাছে ভাড়া দিই। কিন্তু হঠাৎ মতি ভাই এসে দোকানে তালা লাগিয়ে দেন। এতে আমাদের ব্যাবসা ব্যাপক ক্ষতির মুখে পড়ে।”
“আমাকে মেরে ফেলতে চাইছে”- অভিযোগ শাহপরানের
শাহপরান বলেন, “আমি বৈধভাবে জমি কিনেছি। আদালতও আমার পক্ষে রায় দিয়েছেন। তারপরও রাজনৈতিক পরিচয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। দোকানে তালা লাগিয়ে জীবন-জীবিকা বন্ধ করে দিয়েছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মতি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। সুযোগ পেলেই সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে দখল, জবরদস্তি এবং চাঁদা দাবি করেন বলেও অভিযোগ রয়েছে।
