বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৯ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

আমার স্বপ্নের নায়িকা’: প্রিয়াঙ্কা-নিকের বিয়ের সাত বছর পূর্ণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার

বলিউড ও হলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস-এর বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে। গত ১ ডিসেম্বর ছিল এই তারকা দম্পতির সপ্তম বিবাহবার্ষিকী। ২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে খ্রিস্টান ও হিন্দু উভয় রীতিনীতি মেনেই তাদের জমকালো বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।

 

বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনে স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন নিক জোনাস। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার একটি গ্ল্যামারাস লুকের অস্পষ্ট ছবি শেয়ার করে লেখেন:

 

"আমার স্বপ্নের মেয়ের (নায়িকা) সঙ্গে বিয়ের সাত বছর।"

 

 

প্রেমের প্রকাশে প্রিয়াঙ্কা ও নিক দুজনেই বরাবরই খোলামেলা। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য যে কোনো আনন্দের ক্ষণে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ হাতছাড়া করেন না।

 

  • প্রেমের শুরু: প্রিয়াঙ্কা ও নিকের প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে। নিকের মেসেজের পরই প্রিয়াঙ্কা তাঁর নম্বর শেয়ার করেন এবং সেখান থেকে তাদের কথোপকথন শুরু হয়।

  • প্রথম সাক্ষাৎ: ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়।

  • বিয়ের প্রস্তাব: ২০১৮ সালের ১৮ জুলাই প্রিয়াঙ্কার জন্মদিনে লন্ডনে নিক জোনাস তাঁকে বিয়ের প্রস্তাব দেন।

  • সন্তান: ২০২২ সালের জানুয়ারি মাসে এই দম্পতি সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মারি চোপড়া জোনাসকে পৃথিবীতে স্বাগত জানান।

 

আজও ভক্ত-অনুরাগীদের কাছে এই তারকা দম্পতির প্রেমকাহিনি সমানভাবে চর্চিত।